একটি বার টানবো রথ ছুঁইবো প্রভুর চরণ
জয় জগন্নাথ বলে তাঁকে করবো মোরা স্মরণ!


প্রভুর টানে এসেছে মেলায় বয়স এখন আশি
শেষ জীবনে জগন্নাথ দর্শন আর যাবেনা কাশি!


অন্ধ আতুর কিংবা খোঁড়া সবাইকে করেন দয়া
গরীব দুখীর জন্যে প্রভুর হৃদয়ে অসীম মায়া!


লক্ষ ভক্ত আসে মেলায় টানতে প্রভুর রথ
পুণ্যের আশায় জগন্নাথ দর্শন খোঁজে সুখের পথ!


দয়া তিনি সবার করেন শিশু থেকে বৃদ্ধা
মাথা নোয়ান সকল মানুষ প্রভুকে করেন শ্রদ্ধা!


রথের রশি টানতে প্রভুর মানুষ পাগল পারা
তাঁর দর্শনে আশীষ মেলে জীবন হবেনা সারা!


জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন রথের উপর বসে
আশি বছরের বৃদ্ধা কাঁদেন তাঁকে দেখতে এসে!


জীবন ভেলায় ক’জন সুখী ক’জন খেতে পায়
সবই দেখেন প্রভু জগন্নাথ মানুষ সমান নয়!


প্রভুর কাছে প্রার্থনা করি সব্বাইকে দিও শান্তি
সুখ দুঃখ থাকবে জীবনে আসবেও হৃদয়ে ক্লান্তি!


       *******