শুকিয়ে গেছে নদীর জল
   শুকিয়ে গেছে বুক
তপ্ত দহনে জ্যৈষ্ঠ আকাশে
  মিলবে কোথায় সুখ!


কাতর স্বরে চাতক পাখি
  সারাটা দিন ডাকে
বৃষ্টি কোথায় পথ হারিয়ে
  ধুঁকছে নদীর বাঁকে!


গাছ গাছালি পুকুর জমি
   পুড়ে হচ্ছে ছাই
তৃষ্ণার জল এখনও অমিল
   বৃষ্টির দেখা নাই!


হাওয়া অফিস দিচ্ছে খবর
  কেরালায় এসেছে বৃষ্টি
হপ্তা পরেই বৃষ্টি এলেই
   হবে নতুন সৃষ্টি!


বর্ষা আসুক ঠিক সময়ে
  কমবে এবার গরম
টাপুর টুপুর বৃষ্টি হলেই
  হৃদয় হবে নরম!


   ****