সরে গেছে নিন্মচাপ, আকাশে উঠেছে ঝলমলে রোদ্দুর
উত্তরে হাওয়ায় এখনও লাগেনি কাঁপনের ছোঁয়া
সোনালী ধানের বুকের উপর আজও জল...


ধান ঘরে তুলতে কষ্ট শুধুই বেড়েছে বারবার
বুকের জমানো হাসি কখন যেন উবে গেছে
মেরুদণ্ডটা আর সোজা হবে কবে?


অগ্রহায়ণের শেষে এসেও তেমন শীত কোথায়
আর কদিন পরেই পৌষ মাস হবে শুরু
পৌষ মেলায় উচ্ছ্বাসের ছোঁয়া থাকে সব জায়গায়।


কখনও মেঘ কখনও বৃষ্টি এই নিয়েই চলছে শীত
খেজুর গাছে রস নেই, ঠাণ্ডা না পড়লে রস আসবে কী ভাবে
প্রকৃতির এমন কারসাজি মানুষ জানে কী?


অলস দুপুরে আবার হাজির আকাশ জুড়ে মেঘ
সাঁঝ বিকেল হতে না হতেই টিপ টিপ করে বৃষ্টি শুরু
আবার সুখ চুরি হয়ে যাবে না তো গোধূলির আলোতে।


             *******


 
রচনাকাল – ০৯/১২/২০২১