ফসলের মাঠ জাগছে ধীরে
কান্না ভুলেছে চাষী
প্রকৃতির ছোঁয়ায় হৃদয় আকুল
গরীবের মুখে হাসি।


রোদ ঝলমল শীতের দুপুর
আয়েশি মরমী কথা
ফসলের দাম পেলেই চাষী
ভুলবে সকল ব্যথা।


সবুজ বনানী কুয়াশায় ঢাকা
উঠোনে সোনালী ধান
নরম রোদ্দুর হিমেল হাওয়া
গাইছে জীবনের গান।


মেঠো পথে কৃষক চলেছে
সবুজের বুক চিরে
ভালোবাসা দিয়ে করবো আপন
সুখটা থাকবে নীড়ে।


ভোরের আলোয় নতুন পৃথিবী
রঙ ছড়িয়ে যায়
সুখ দুঃখের কাব্য ভুলে
অভুক্তও খেতে পায়।


        ******


রচনাকাল - ০৭/০১/২০২২