হাতের মুঠোয় আছে বেঁচে থাকার অঙ্গীকার
কেউ হাত খুললেই তাল তাল সোনা
আবার কেউ বা মুঠো খুললেই শুধুই মাটি।


ছোট্ট একটু কপালে ঈশ্বর লিখে দিয়েছেন সুখ দুঃখের কাব্য
গরীব ভাবে মাটির বিছানাই তাদের স্বর্গ -
অন্ধকার জীবনে তারা সুখের মুখ দেখতে পায় না।


সোনার চামচ মুখে দিয়ে যারা জন্মায় তারাই কী সুখী
ধন দৌলতে কতটা সুখ মেলে তার উত্তর ধনীরাও দিতে পারে না
ধনী গরীব সব্বাই প্রকৃত সুখের সংজ্ঞা খুঁজছে।


শীতের পোয়াতি রোদ্দুর বড়ই ক্লান্ত –
উত্তাপহীন হিমেল বাতাস গোধূলি আলোয় মিশে যায়
সন্ধ্যা নামে, গরীবের ঘর আলোহীন, আর ধনীর ফ্ল্যাট বন্দী জীবন।


সুখ দুঃখের কাব্যে ধনী গরীবের লড়াই নেই
আছে কেবল গরীবের বেঁচে থাকার লড়াই আজীবন ...
আয়েশি জীবনে ধনীর সুখ হারিয়ে যায় আত্ম অহংকারে।


       ******


রচনাকাল – ০৮/১১/২০২১