বাঁচতে যদি চাও রে ভাই
একটু হেসে নাও
সময় কম মানব জনমে
মুক্তির হাসি দাও।


হিসাব নিকাশ অনেক হল
রইবে পড়ে সুখ
হাসির সুযোগ পাবেনা আর
পুড়বে সুখের মুখ।


দখিনা হাওয়া বুকের মাঝে
থমকে দাঁড়িয়ে রয়
হঠাৎ নিঃশ্বাস বন্ধ হলেই
আসবে মরণ ভয়।


চোখের পলকে হারিয়ে যাবে
মধুর মরমী হাসি
ভোগ বিলাসের এতো আয়োজন
সবই হবে বাসি।


হেসে নাও হাসিয়ে যাও
সুখ জীবনে কম
দেওয়া নেওয়া খুশির ভেলা
হাসতে লাগে দম।


     ********


রচনাকাল  - ১০/০১/২০২১