সুখ কিনেছো শর্ত দিয়ে ভালোবাসা হোক অল্প
রূপ হারিয়ে বধির তুমি শোনাও অতীত গল্প।


নিজের শরীর পণ্য করে সবই করলে নিলাম
জীবন খাতার জটিল অঙ্কে তোমায় দেখতে এলাম।


ভোরের আকাশ খুঁজছে তোমায় আশায় আঁকা স্বপ্ন
রোদ লেগেছে পাখির ডানায় হৃদয় দুয়ার ভগ্ন।


পথের প্রান্তে রইল পড়ে হীরা চুনী পান্না
অবহেলায় নিলেনা তুলে কুড়ালে শুধুই কান্না।


শরীর হয়েছে মৃত উৎসব রূপটা পুড়ে ছাই
দেখলোনা কেউ নজর তুলে সোহাগ বন্ধু নাই?


মানুষ চিনতে করলে ভুল শুকিয়ে গেছে অধর
মালা দিতে আসেনি কেউ মরণেও নেই বহর!


              *****