ঘুমের মধ্যে ভিজে উঠছে খোলা শরীর
আষাঢ়ের প্রথম লগনেও পুড়ে যাচ্ছে সবুজ ধরণী
রাত বাড়তে বাড়তে ভোর হয়ে যায়...


নিদ্রাহীন চোখ জেগে থাকে সারা রাত্তির
দম হাঁসফাঁস করে অসহ্য গরমের দাপটে
গাছের পাতাও থমকে ঠায় দাঁড়িয়ে ...
বাতাস যেন লুকোচুরি খেলছে জীবনের সাথে।


আবার একটা নতুন সকাল ...
তবুও যেন প্রখর সূর্যের ভয়ে থাকে
প্রতিটা দিন খুবই কষ্টে কেটে যায়!


বৃষ্টির খোঁজে হন্যে অসহায় আমজনতা
হাওয়া অফিস শুকনো মুখে বসে –
তারাও কোন সু-বার্তা দিতে পারে না
একটু ঠাণ্ডা বাতাসের জন্যে মানুষ পাগল!


পাখিদের ডানা শুকিয়ে গেছে অনিচ্ছায়
ওদের ওড়বার ক্ষমতাও যেন হারিয়ে ফেলছে
গাছ গাছালিগুলো মুখ ভার করে বসে আছে


কতদিন চলবে এমন খরাক্লিষ্ট অবস্থা কেউ জানে না
কেউ জানে না বৃষ্টি খবর, ঠাণ্ডা হাওয়ার খবর ...
কেউ জানে না ... কেউ জানে না ...


        ******