মাগো তুমি বুকের মাঝে সুখের প্রদীপ জ্বালো
কষ্টের রোদ নেভাই কেমনে তুমিই মাগো বলো!


তোমার দয়ায় আছি বেঁচে এটাই পরম পাওয়া
সুখের আলো একটু দেখাও এটুকু শুধুই চাওয়া!


রোজ দু’বেলা দু’মুঠো চাই এমন আশিস দাও
কষ্ট জীবন সারাটা বছর কী সুখ তুমি পাও!


আগমনী সুর আকাশে বাতাসে শুনি তোমার পদধ্বনি
আমরা সব্বাই তোমার সন্তান তোমারই চোখের মনি!


বিচার তুমি ঠিক করোনা ধনীকে করো ধনী
গরীবকে করো আরো গরীব কেমন বিচার শুনি!


ক’দিন তুমি থাকবে মর্তে করবে সবার ভালো
এই আশাতেই আছি বেঁচে আঁধারে প্রদীপ জ্বালো!


অভাবী সময় হাতছানি দেয় জীবন হচ্ছে নষ্ট
তোমার স্পর্শে আসুক সুখ দূর হোক যত কষ্ট!


          *******