অন্ধকার বারান্দায় চাঁদের মৃদু আলো পাইচারি করে
হাসনুহানার গন্ধে ম ম করে সারা ঘর ...
অভিমানী হাওয়ায় ভেসে বেড়ায় জোনাকির দল
কুমারী শরীর এলোমেলো হয় হাসনুহানার গন্ধে।


পদ্ম পাতায় ভেসে যাচ্ছে শৈশবের স্মৃতি –
দু’চোখ ক্রমশ ঝাপসা হতে থাকে মন্দ আলোতে
ভালোলাগা, ভালোবাসা মিলেমিশে একাকার
স্বপ্নের মত লাগে শৈশবের দিনগুলো।


রাত বাড়তে থেকে সময়ের গতিতে ...
জোনাকি আলোয় ভরে যায় সুখের বারান্দা
হঠাৎ ধুলো ঝড়ে হারিয়ে যায় শৈশব স্মৃতি
বড় অচেনা লাগে নিজেকে, নিজের স্বত্বাকে।।


            *********