কবিতা  -  সুখের চাবিকাঠি
*******************


আমি কোনদিন রোদ্দুর হতে চাই নি
বরং যারা রোদ্দুর হতে চেয়েছিল
তারা সব্বাই পুড়ে হয়েছে ছাই।


আমি কোনদিন সুখের চাবিকাঠি খুঁজিনি
শুধু দুবেলা দুমুঠো ভাত চেয়েছি -
বেঁচে থাকার জন্যে ওটাই যথেষ্ট!


আমার বন্ধুরা সবাই কতো বড়লোক
মাটির ঘরে আমার শান্তির বিছানা
চাঁদের আলো এসে পড়ে মাটির উঠোনে।


সব্বাই গালি দেয় আমাকে  
এটা কোনো জীবন -
আমি বোকার মত হাসি, ওরা হতবাক!


জীবনটাকে নিয়ে আমি অঙ্ক করতে শিখিনি  
সেই মাটির বাড়ি, জৌলুসহীন জীবন  -
বন্ধুরা উপরে উঠতে উঠতে আকাশ ছুঁয়ে ফেলল।


আমি সুখ চাইনি, শান্তি চেয়েছি
বুকের মধ্যে এক সমুদ্র শান্তি
এই অশান্তির দুনিয়ায় ক'জন পায় শান্তির ঠিকানা।


সব্বাই সুখের পিছনে ছুটতে ছুটতে ভীষণ ক্লান্ত
তারা রোদ্দুর হতে চেয়েছিল -
ক'জন পেল সত্যি সুখের চাবিকাঠি!


                 *********


রচনাকাল  - ১৪|০৫|২০২০


**********************
       কবিতা  - দু'চোখে নেই ঘুম
**********************


রাত বাড়ছে, দু'চোখে নেই ঘুম
ঘড়িতে বাজছে ঢং ঢং করে দুটো
আর কখন ঘুম আসবে চোখে
অন্ধকারে বেশ অনুভব করি নিজের অস্তিত্ব।


চোখ জ্বালা করছে, তবুও ঘুম নেই দুচোখে
ভোর হতে আর বেশি বাকি নেই -
জানালা দিয়ে ভোরের আকাশ দেখা যায়
অন্ধকারে কাঁদলে কেউ ঠাওর করতে পারে না।


জীবন চলছে মরা মানুষের মতো
ভোরের বাতাস জানালার বাইরে অপেক্ষা করছে
একাদশীর চাঁদ ডুবে গেছে অনেক আগেই
উঠোনে ছড়িয়ে আছে বাসি ঝরা ফুল ।


রোজগার বন্ধ, রেশনের মোটা চাল
কোনোও ভাবে বেঁচে থাকা -
খিদে মেটাতে গেলে যেটুকু প্রয়োজন
বাসে উঠলে পঁচিশ, ট্যাক্সিতে তেত্রিশ আর ট্রেন বন্ধ ...
লড়াইটা বেশ জমতে চলেছে, তাই না !!!


             ********


রচনাকাল  -  ১৪|০৫|২০২০