শীতের দুপুর কিনতে গেলে
দিলোনা কেউ ধার
মাথার বোঝা কে নামাবে
জানে ভীষণ ভার।


শিশির ভেজা মেঠো পথ
শুয়ে আছে একা
প্রকৃতির ছোঁয়ায় মায়াবী রঙ
মানুষ হারিয়েছে কথা।


খেজুর রসের মৌতাত নিতে
আসছে ভ্রমর দল
জাঁকিয়ে শীত উত্তরে হাওয়া
কোথায় পাবে বল!


ধনীর গায়ে গরম পোশাক
গরীবের ছেঁড়া কাঁথা
শীত গ্রীষ্ম বারো মাসই
শরীর জুড়ে ব্যথা।


সুখের কাব্য লিখতে গিয়ে
দিশেহারা হয়ে যাই
মুক্তির স্বাদ পেতেই মানুষ
ওড়ায় নিজের ছাই।


    ****


রচনাকাল - ১৮/০১/২০২১