শীতের রোদ্দুর বলছে কথা
খোলো সবার আঁখি
ঝিলের জলে উৎসব করে
ভিনদেশী পরিযায়ী পাখি।


জুঁই চামেলি টগর গোলাপ
রঙিন সুরভী ফুল
শীতের পরশে দুলছে শাড়ি
কানেতে ঝুমকো দুল।


গোপন কথা থাক গোপনে
ওষ্ঠে সোহাগ রাত
নূপুর ধ্বনির কলতান শুনে
ভেবো না কোন্ জাত।


চাঁদের বুকে কলঙ্ক দাগ
কখনো মোছা যাবে
ভালোবাসায় দেখো না জাত
ভাবলে আঘাত পাবে।


ভোরের শিশির ঘাসের বুকে
বিন্দু বিন্দু ঝরে
মাটির মানুষ সুখের খোঁজে
মাথা খুঁড়ে মরে।


    ******


রচনাকাল - ২৮/১১/২০২০