কবিতা  -  সুখের মন্ত্র
********************


পালা বদল হয়েছে শুরু
মানুষ হয়েছে যন্ত্র
মুখের হাসি হারিয়ে গেছে
দাওনা সুখের মন্ত্র।


হৃদয় গভীরে লুকিয়ে আছে
রবির কিরণ জ্যোতি
অভাব আছে সকাল সন্ধ্যে
কী আর হবে ক্ষতি!


সবুজ বনানী নীরবে ভেজে
কে দেবে সুখের খোঁজ
একটি শ্রেণী পায় না খেতে
ধনীরা করে ভোজ।


মরা চাঁদের আলোয় দেখি
ভাঙছে প্রভুর ধ্যান
দুঃখ ভুলে হাসবো কবে
গরীবকে করো দান।


কলরব করে ভোরের পাখি
বইছে মধুর হাওয়া
থাকবে জীবনে কষ্টের নদী
দিও দুমুঠো খাওয়া।


         *******
রচনাকাল  -  ২৮|০৫|২০২০



**********************
     কবিতা  -  বিদূষক মন
**********************


কথা রাখেনি বিদূষক মন
ভুলেছি  সকল ব্যথা
নীরব আঁখিতে বোবা কান্না
জানো কী দুঃখ কথা!


তোমার স্পর্শে শিহরিত হয়
আমার উতলা নদী
ভালবাসা আজ ভালো বাসা হয়ে
আবার ফেরে যদি।


বিদূষক মন মেঘের ডানায়
পাঠায় সুরভি আলো
মন যমুনায় বিরহের গান
আশার প্রদীপ জ্বলো।


হিজলের বনে উঠেছে ঝড়
হৃদয়ে জাগছে চর
চঞ্চল নদী দুকূল ছাপিয়ে
বাঁধবে সুখের ঘর।


মনের মাধুরী স্বপ্নে বিভোর
আসছে বাদল দিন
বিদূষক মন উপনদী হয়ে
রাখবেনা কোনো ঋণ!


        *******


রচনাকাল  -  ০১|০৬|২০২০