সাঁকোতে ঝুলছে জীবনের ভগ্নাংশ
আকাশে মরা চাঁদ হাসে -
পদাবলী কীর্তনে মন ভরে না
শরৎ মেঘে ঢাকা আছে অনাগত সুখ।

ফুলের গন্ধ খেলা করে হৃদয়ের উঠোনে
সুখের স্বরলিপি গান হয় না -
ঋণের দায় পরিবারের কেউই নেবে না
জীবনের বাঁকে বাঁকে লেখা আছে কষ্টের ইতিবৃত্ত।      

চোখ দুটো যেন মরা জ্যোৎস্নার হ্রদ
ফসিল অন্ধকারে হারিয়ে যায় রংচটা সভ্যতা
সুখের ঠিকানার হদিস পায় না কেউই
তবুও বন্ধ্যা নদীর বালুচরে বসে মুক্তো খোঁজে মানুষ।

            ******

রচনাকাল -
২২শে আগস্ট ২০২৪