শরৎ এসেছে হিম পড়েনি
মা দুর্গা এলো ঘরে
সারা বছর প্রবাসে যারা
আসছে আনন্দের তরে।


গরীবের ঘর সুখ হারিয়ে
হাসি তবু অমলিন
দুর্গা মায়ের কৃপায় সবার
দুঃখ হবে বিলীন।


প্রকৃতি যতই বাদ সাধুক
হোকনা ঝড় তুফান
সব বাধা দূরে সরিয়ে
জনতাই হবে মহান।


ঠাকুর দেখা হই হুল্লোড়
সারা রাত্তির ঘোরা
মণ্ডা মিঠাই চপ কাটলেট
পেট পুজোতেই ভরা।


ধনী গরীব কেউ ছোট নয়
মায়ের কাছে সব সমান
মায়ের দয়ায় এই কটা দিন
শান্তি থাকুক বিরজমান।।


      ****


( দুর্গা পূজায় প্রাকৃতিক দুর্যোগ দেখে লিখেছিলাম
  লেখাটা দেওয়া হয়নি আজ দিলাম)