বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার এমন মানুষ কই
মুখোশ পরে আছে সবাই নেপোয় মারে দই!


মরা চাঁদ হাসবে জেনো গভীর হলে রাত্রি
সুখের নদী যায় শুকিয়ে আমরা ভবের যাত্রী!


সঙ সেজে মুখোশ পরে করছি কতোই নাটক
কোনো দেবতা বাঁচাবেনা আর হবেই তোমরা আটক!


সুখের তরী চলছে ভেসে এমন আশাই বৃথা
চেয়েছো যা পাবেনা কিছুই রাখবেনা কেউ কথা!


কোথায় সুখ কোথায় আলো সুখ যায় না কেনা
সারাটা জীবন সুখ খুঁজেই করলে শুধুই দেনা!


জীবন মরণ দুটি স্বত্বা তবুও পায় ভয়
অলস দুপুর মৃত্যু লেখে মরণ হলেই জয়!


      ********