হাতটা ধরো শক্ত করে
পিছলে যদি যাই
এক নিমেষে যাব হারিয়ে
পাবে দুমুঠো ছাই।


ঠিকানা তুমি পাবেনা  খুঁজে
যতই করো চেষ্টা
খুঁজে খুঁজে হন্যে হবে
পাবেই তোমার তেষ্টা।


হৃদয়ে তুমি জমিয়ে রাখো
তোমার যত কান্না
ইচ্ছে নদী পথ হারিয়ে
খুঁজবে হীরে পান্না।


সকাল থেকে সাঁঝ অবধি
ঝড়ের সাথে লড়াই
সুখের উজাড় হয় আলেয়া
জীবন চড়াই উতরাই।


ফসিল শরীর সময়ের স্রোতে
মাটির সাথে মেশে
ঠোঁটের কোণে হিজল ছায়ায়
উঠবে সবাই হেসে।


       ******


রচনাকাল - ০৫/১২/২০২০