বুকের খাঁচা ভরে আছে বিড়ির ধোঁয়ার গন্ধে
হাড় কাঁপানো শীতের রাতে কাশতে কাশতে দম বন্ধ হয়
তবুও একটু সুখটান দিতেই হবে মৃত্যু পরোয়ানা জেনেও!


অবেলায় জীবনের নিশ্চিত ছন্দপতন ...
বুকের মধ্যে টেনে নেয় মৃত্যুর আবাহন
গোপন দীর্ঘশ্বাস শরীরের প্রতিটি শিরা উপশিরায়!


মানসিক অবসাদে মরে গেছে জীবনের সুখ আহ্লাদ
রঙ চটা দেওয়ালের মত জীর্ণ শরীর শুধুই বয়ে নিয়ে চলা
আগামী শতক স্তব্ধ দাঁড়িয়ে শরীরে ভয়ংকর মৃত্যু নিয়ে!


একটু সুখটান দিতেই অবচেতন মনে হারিয়ে যাওয়া
কাশতে কাশতে বেরিয়ে আসে তাল তাল রক্ত ...
এই জীর্ণ শীর্ণ শরীরে এত রক্ত কোথায় ছিল!


শীতের ভোর বিছানায় পড়ে আছে নশ্বর দেহ
ধোঁয়ায় ভরে আছে হাড় জিরজিরে বুকের পাঁজর –
মায়াময় জীবনের ছন্দপতন ঘোর অবেলায়!


       *******