সুখের ছাড়পত্র খুঁজতে খুঁজতে সব্বাই ক্লান্ত
অবেলার রোদ্দুর মানুষকে কুরে কুরে খাচ্ছে
ঈশান কোণের কালো মেঘ দেখতে পায়নি কেউই
অজান্তে ঢুকে পড়েছে আঁধার ঘরের মধ্যে।


মৌন ঘ্রাণে শিউলি ফুলও ঝরে যায় নীল অভিমানে
রাত জোনাকির দল চুপি চুপি দেখে সব কিছুই
সুখের ছাড়পত্র আজও অলিখিত থাকে এক অদৃশ্য যাদু মন্ত্রে
স্বপ্ন দিয়ে বোনা জীবন অধরা, সুখের খোঁজে হাপিত্যেশ করে চিরদিন।


দিগন্তের কাশফুল অনাবিল হাসে আপন খেয়ালে
পেঁজা তুলো মেঘগুলো জীবনের গান গাইতে ভালোবাসে
অসীম আনন্দে লুকোচুরি খেলে শরতের রোদ্দুরের সাথে
শঙ্খচিলের ডানায় আজও লেখা হয় সুখের ছাড়পত্রের কাব্য।


শিশিরের নীরব শব্দে জেগে ওঠে সবুজ ঘাসের দল
ভোরের রোদ্দুর গায়ে মাখতে মাখতে খিলখিল করে হেসে ওঠে
মানুষ কবে হাসবে জানে না কেউই, এমনকি ঈশ্বরও –
সাদা কাগজের উপর মানুষ খুঁজে চলেছে সুখের ছাড়পত্রের হদিস!


            ******


রচনাকাল  - ০৫|১০|২০২১