কিন্নর কন্ঠী লতা মঙ্গেশকর
জানাই প্রণাম তোমায়
কন্ঠের জাদুতে মোহিত মানুষ
তোমাকে নাইটিঙ্গেল মানায়।


থমকে গেছে জীবন প্রদীপ
থমকে গেছে গান
কতো সম্মানে হলে সম্মানিত
রাখলে দেশের মান।


আকাশে বাতাসে কান্নার ঢেউ
মানুষ বোবা পাথর
চিতার আগুনে পুড়লো শরীর
কান্নায় সবাই কাতর।


সুর মূর্ছনায় মাতালে দুনিয়া
তুমিই দেশের গর্ব
ছত্রিশটি ভাষায় গাইলে গান
কেউ করবেনা খর্ব।


সৃষ্টি তোমার রবে চিরকাল
তুমিই সুরের সরস্বতী
গান যতদিন থাকবে বেঁচে
তুমিই স্বর্গের অমরাবতী।


        ******


রচনাকাল  - ০৭/০২/২০২২