দাঁড়ি পাল্লায় মাপতে গিয়ে
নিজেরাই হলে নিঃস্ব
সুখের বন্দর গড়বে ভেবে
ছুটলে সারা বিশ্ব।


পূর্ণিমা চাঁদ ক্ষয় হতে হতে
অমাবস্যার সাথে দেখা
আঁধার পেরিয়ে খুঁজবে আলো
এই কী কপালে লেখা!


প্রদীপের নীচে এতো যে আঁধার
ঝুঁকিতে ভরা এ জীবন
ধন দৌলত রবে না কিছুই
নিশ্চিত হবে মরণ।


ভাগ বাটোয়ারা নিয়েই বিবাদ
পরিবার হয় ভাগ
হৃদয় জোছনায় গভীর ক্ষত
উঠবে না সেই দাগ।


দাঁড়ি পাল্লার হিসাব নিয়ে
যতই দেখাও যুক্তি
হৃদয় বন্দরে উঠেছে ঝড়
পাবে না কেউই মুক্তি।


        *******


২১ মার্চ ২০২৩