বিদ্যা দাও মা সরস্বতী
চাই না কিছুই আর
বইয়ের বোঝা বইতে বইতে
পিঠে বাড়ছে ভার।


বইয়ের পাতা খুললে দেখি
চোখে সরষে ফুল
পরীক্ষার খাতায় দেখতে পাবে
হাজার কোটি ভুল!


সুখের দিনে মা সরস্বতীর
করি না কখনো স্মরণ
পুজোর সময় ডেকে বলি
দাও মা তোমার চরণ।


মুখের হাসি যায় মিলিয়ে
কাটাই বিনিদ্র রাত
বিদ্যা দাও মা সরস্বতী
রোচে না মুখে ভাত!


পরীক্ষার ফল করলে ভালো
নইলে পিঠে বাড়ি
মা সরস্বতী দাও বিদ্যা
নইলে করবো আড়ি!


      *****


রচনাকাল - ১৬|০২|২০২১
সরস্বতী পূজার দিন
২রা ফাগুন ১৪২৭