অনেকটা বছর কেটে গেছে দেশ হয়েছে স্বাধীন
কিন্তু পরের গোলামী করতে করতে হারিয়ে ফেলেছি স্বাধীনতার মানে
এখন শুধুই চাবুক মারতে বাকী রাখে, বাকী সব কাজই করে।


খুশির রোদ্দুর মিলিয়ে গেছে বোবা পাথর শরীর থেকে
স্বাধীনতা কথাটা শুনলেই হৃদয়টা বেশ বড় হয়ে যায়
মাথা উঁচু করে জাতীয় পতাকা উড়ছে হালকা বাতাসে।


পেঁজা তুলোর মত উচ্ছল জীবন চেয়েছিল সব্বাই
দাসত্বের হাত থেকে মুক্তির নাম ছিল স্বাধীনতা
কিন্তু সত্যিই কি স্বাধীনতার মূল্য আমরা দিতে পেরেছি?


বড় কষ্ট লাগে, যখন দেখি শিশু শ্রমিকে ভরে গেছে দেশ
কান্নার মিছিলে নারী বৃদ্ধ শিশুরা সামিল -
অসহায় বেকার যুবকদের চাকরি হীনতার যন্ত্রণা কুরে কুরে খায়।


এই স্বাধীনতা সত্যিই কি আমরা চেয়েছিলাম ...
ভুখা মানুষ অসহায় ভাবে দেখছে জাতীয় পতাকা উড়ছে আকাশে
স্বাধীনতা, স্বাধীনতা, আমাদের স্বপ্নের  স্বাধীনতা!


            ******


রচনাকাল  - ১৫|০৮|২০২১