কত মায়ের চোখের জলে
                  আমরা হয়েছি স্বাধীন
কত সন্তান দিল বলিদান
                   শোধ কী হবে ঋণ!


রক্ত দিয়ে গড়লো যারা
                  বাঁচালো দেশের মান
কতটুকু দিতে পেরেছি তাঁদের
                     মহান যোগ্য সম্মান!


বীর শহীদের রক্তে লেখা
                   নষ্ট লক্ষ প্রাণ
ভোরের সূর্য হয়েছে উদয়
                   কান্না শুকিয়ে ম্লান!


দেশটা গেছে পাপাচারে ভরে
                       ধর্ষিত হয় নারী
রক্ত চক্ষু নেতা মস্তান
                  লজ্জায় মরি মরি!


শৃঙ্খল থেকে মুক্তির নাম
                    যদি হয় স্বাধীনতা
এমন মুক্তি চাইনি কখনো
                   ক্ষমা করো বিধাতা!


মহান ভারত হয়েছে স্বাধীন
                     করছি আমরা গর্ব
শহীদের যেন যোগ্য সম্মান
                     করিনা কখনও খর্ব!


             ****