দিনের ক্ষয়ে যাওয়া সময় শুষে নেয় রাত
আলোর বিছানায় ঘুমিয়ে আছে বনভূমি।


পাতা ঝরার শব্দ ছুঁয়ে আছে রাত জোনাকির মন
শ্রাবণের দিন পেরিয়ে এসেছে ভোরের আলো।


মায়াবী নূপুরের ধ্বনি বিরামহীন হেঁটে যায় -
স্বপ্ন মাখা চোখ প্রেমিকার স্পর্শ অনুভব করে।


খেয়াঘাটে দীর্ঘ প্রতীক্ষায় নির্বাক ঢেউ গোনা
ভোরের আলোয় সাগরের ঢেউ ভেঙে হেঁটে যায় মন।


হঠাৎ বৃষ্টিধারা ছুঁয়ে যায় চোখের পলক
ঝাপসা দৃষ্টিতে উত্তাল নীল সমুদ্রে হারিয়ে যায়।


প্রতিটি দিন পুড়ে তৈরি হয় নতুন একটি ভোর
ঝরে পড়া পাতায় লেখা হয় সোনালী স্বপ্নের ইতিহাস।।


       ********