ফুলের মতো হাসে ওরা
পাখির মতো ওড়ে
দামাল ছেলে হাওয়ার বেগে
ধূ ধূ প্রান্তর ঘোরে।


পায়ে শৃঙ্খল দিও না ওদের
ওরাই দেশের সম্পদ
কোটি কোটি ভারতবাসীর
থাকবে না কোনো বিপদ।


দামাল ছেলে দমকা হাওয়ায়
উড়িয়ে দেবে সব
রনংদেহী দু'চোখে আগুন
বিজয়ের কলরব।


দেশের শান্তি নষ্ট করে
চাইছে যারা যুদ্ধ
ছোট্ট শিশুরা হচ্ছে বড়
হৃদয়ে লিখছে বুদ্ধ।


স্বপ্নের ফেরিওয়ালা আজও দামাল
অন্তরে শপথের স্বপ্ন
জাতীয় পতাকা উড়ছে আকাশে
জাতীয় সংগীতে মগ্ন।


   ******


১১ই নভেম্বর ২০২২