মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে সারাটা দিন
শ্রাবণের শেষ কটা দিন কাটিয়ে দিলেই তো শরৎ
তখন পেঁজা তুলো মেঘগুলো ভেসে বেড়াবে আকাশের বুকে।


দিগন্ত জুড়ে ধীরে ধীরে জেগে উঠবে কাশফুলের দল
সে এক প্রকৃতির অপরূপ শোভায় চোখ জুড়িয়ে যায়
হৃদয়ের অলিন্দে আগমনী গানের সুর বেজে ওঠে।


শ্রাবণ মেঘ ফিরে যাবে তার আপন দেশে
বাতাসে শোনা যাবে দুর্গা মায়ের আগমন বার্তার পদধ্বনি
খুশিতে ভেসে যাবে শহর থেকে গ্রামের মানুষও ...


এবছর পুজো কেমন হবে তা উপরওয়ালাই জানে
দুঃসময় কাটবে নাকি মানুষের মুখ থেকে উবে যাবে স্বপ্নের রোদ্দুর
শরতের রোদ্দুরে একটা পুজো পুজো গন্ধ লেগেই থাকে।


শিউলি ফুলের সুগন্ধে ভরে ওঠে আকাশ বাতাস
জীবনের রঙ কেমন করে যেন পাল্টে যায় সব্বার
মা দুর্গার কৃপায় সব মানুষের জীবন আনন্দে ভরে উঠুক।।


      ********


রচনাকাল – ১৩/৮/২০২০