মিথ্যে লড়াই মনের সাথে করি
পাইন বনে আলোর ঝর্না ধারা
ভালোবাসা দেখুক বনের পাখি
ভাবছে হেসে এসব আবার কারা!


স্বাধীন ভাবে বাঁচতে পারে পাখি
হাত-পা বাঁধা মনুষ্য জীবন জাতি
লড়াই শুধুই মানুষে মানুষে হয়
সুখ হারিয়ে করছে তাদের ক্ষতি।


ভালোবাসা পথভোলা এক পথিক
স্বপ্ন ছুঁয়ে বেঁচে আছে মন -
দূর নীলিমায় পাখি হাওয়ায় ভাসে
ভালোবাসা খুঁজছে আপনজন।


মনের লড়াই মনের মধ্যে থাক
পাইন বনে বইছে সুখের হাওয়া
বন্দি খাঁচায় নেই কোনো আর পাখি
হৃদয় চাইছে একটু কাছে পাওয়া।।


         ********