মন থেকে মুছে গেছে রাগ দুঃখ অভিমান
শিশিরের নীরব শব্দগুলো শুষে নেয় ঘাস
ওষ্ঠের উষ্ণতা খুঁজতে খুঁজতে হয় ভোর
জানালায় থমকে দাঁড়িয়ে পূর্ণিমা চাঁদের আলো!


চোরা জলে ভেসে গেছে স্বপ্নের রোদ্দুর
ক্ষয়িষ্ণু সময় হাত ধরে দাঁড়িয়ে আছে বর্তমানের
পিছুটান নেই আজও মেঘহীন মুক্ত আকাশের মত
চোখের জলে প্রতিনিয়ত লেখা হয় একরাশ অভিমান।


দলছুট মেঘ হারিয়ে যায় উপত্যকার শেষ সীমানায়
শীত নেমে আসছে হিমালয়ের শরীর বেয়ে
মনের অন্দরে শীতের প্রবেশ নিষেধ ...
জীবনের গান উদাসী হাওয়ায় ভেসে গেছে!


একটা একটা ঝিনুক কুড়াই বালুচর থেকে
অমৃত খুঁজতে খুঁজতে হন্যে হয়ে খুঁজি জীবনের মানে
অচিন পাখির কলতানে মুখোরিত হয় ভোরের আকাশ
কুয়াশার চাদরে ঢেকে গেছে দিগন্তের রোদ্দুর!


            ******