পিছুটান নেই বলেই সময়ের স্রোতে ভেসে চলা
নিঃশব্দে চলে যাওয়া সূর্য ডোবা আলোর দিকে
স্মৃতির পাতায় ধুলো ঝড় এখন থমকে দাঁড়িয়ে –


অবসন্ন বিকেল খুঁজে বেড়ায় রোদ্দুরের মৌতাত
স্বপ্নের ডানায় ভেসে যায় জীবনের হাসি কান্না
মনের ক্লান্তি দূরে সরিয়ে কান্নাগুলো ভুলে থাকে মানুষ!


পানকৌড়ি ডুব দিচ্ছে সরোবরের শান্ত জলে -
অচেনা সময়ের হাত ধরে এগিয়ে চলেছি গন্তব্য স্টেশনে
হৃদয়ের অলিতে গলিতে ভাঙনের গান শোনা যায়।


ভোরের আলোয় ভেসে আসছে মন্দিরের ঘণ্টার শব্দ
শরীরের সব রঙ ক্রমশ ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে
রঙ করা শরীরটা আর কতকাল রঙ ধরে রাখবে?


মানুষের লাগামছাড়া জীবন ক্রমশ বিবর্ণ হতে থাকে
নিজেদের অজান্তে শুষে নিচ্ছে পছন্দের প্রজাপাতি রঙ
গুমোট অন্ধকারে হারিয়ে যায় মানুষের নিজস্ব পরিচয়।


         ********