ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কাঙ্ক্ষিত কামনা বাসনা
আগন্তুক সময় হাতছানি দিয়ে ডাকে –
ভালোবাসার ইমারতে শান্তির জন্যে সাদা পতাকা ওড়াও
মহাকাব্যের পরতে পরতে লুকিয়ে আছে ভালোবাসার সৌরভ!


শরৎ মেঘ গোঁয়ারতুমি করতে জানে না -
এক পশলা বৃষ্টি দিয়েই আবার হাসছে নীল আকাশ
সাদা ধবধবে মেঘগুলো সীমানা পেরিয়ে চলে যাচ্ছে
ভালোবাসার ভূখণ্ড উন্মুক্ত হয়ে খুলে দেয় বাহুডোর।


শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে অচেনা দিগন্ত থেকে
ভোরের আলোয় শব্দহীন নীরবতা ভেঙে যায় পাখির কলতানে
সারা রাত্তির মহাসমুদ্রে স্নান করে দুটো শরীর ...
ভালোবাসার আলোকমালায় মহিত হয় সুরভিত উদ্যান।


চোখের অন্তরালে বেঁচে থাকে আজন্মকালের কাঙ্ক্ষিত স্বপ্ন
ভালোবাসার মধ্যে খুঁজে ফেরে ওষ্ঠের নীরব অভিমান
দুটো নদীর মোহনার সঙ্গমে জন্ম হয় ভালোবাসার সাঁকো
বুকের পাঁজরে আজীবন বন্দী স্বপ্নের ইমারত।


       ********