তরুণ তরুণীরা  জানালা খুলে খাচ্ছে কেমন হাওয়া
ট্রেন ছুটছে ঝড়ের বেগে স্বপ্ন আকাশ ছোঁয়া।


শীতের হাওয়া লাগছে গায়ে নেই তবুও হুঁশ
বয়স বলছে নেই পরোয়া ছুঁ মন্তর ফুস!


মিঠে রোদ্দুর পিছনে ফেলে সন্ধ্যা নামছে ধীরে
মুক্ত আকাশে উড়ছে পাখি ফিরবে এবার নীড়ে।


রঙিন স্বপন হৃদয় জুড়ে মুক্ত ঝরানো হাসি
যৌবন দূত দরিয়ায় ভাসে স্বপ্ন রাশি রাশি।


ভাটিয়ালি সুরে উদাস বাউল গাইছে জীবনের গান
ছন্দে সুরে হৃদয় মাতায় যৌবনে ডেকেছে বান।


শীত ফুরলেই আসবে ফাগুন মনেতে লাগবে রঙ
যৌবন আজ উল্লাসে মাতে মানুষ সাজবে সঙ!


        ******