স্বপ্নের হাত ধরে আকাশ ছুঁয়েছি ...
জানালার ফাঁক দিয়ে দেখা যায় দিগন্ত
যৌবনের অঙ্গীকার ছুঁয়ে দেখি সোনালী অতীত
বনেদী বাড়ীর ঝাড়বাতির মত অফুরন্ত যৌবন।


আকাশ গলানো শিউলি গন্ধ হিমেল বাতাসে
হেমন্তের সোনা ঝরা রোদ্দুরে উড়ে বেড়ায় গাঙচিল
পরিযায়ী পাখিদের উৎসব এখন ঝিলের জলে
স্বপ্ন ফেরি করে বেড়ায় ভিনদেশী পাখির দল।


মাটির গন্ধে জেগে ওঠে সবুজ ঘাসের অস্তিত্ব
ভোরের শিশির বিন্দুর প্রতিটি ফোঁটায় ভালোবাসার স্পর্শ
মৌন ঋষির মত মগ্ন ধ্যানে প্রভাতের সূর্য
স্বপ্নের হাত ধরে বেঁচে আছে প্রতিটি মানুষ।


স্নিগ্ধ চাঁদের আলো বিছিয়ে আছে নির্জন বালুচরে
উত্তরে বাতাসের সাথে মিশে যায় গভীর কুয়াশা
গোপন ব্যর্থতা আছে কম বেশী সব মানুষের -
তবুও স্বপ্নেই বেঁচে থাকে বাঁচার আসল সার্থকতা।।


               *******