খোলা জানালা দেখছে তোমায় সুরভিত মন নিয়ে
মাংস লোভী কাপুরুষ গুলো দেখছে উঁকি দিয়ে।


বিছানা জুড়ে কোজাগরী রাত ওষ্ঠে চমক খেলে
রজনীগন্ধা ফুলের সুবাসে সোহাগ পরশ মেলে।


শান্ত নদীর জল ক্রমশ দু'কূল ভেঙে হাসে
ভালোবাসার আকণ্ঠ বিষ শরীর দিয়েছে পিষে।


তিনটি প্রহর নিদ্রা বিহীন ভোরের ঠিকানা খোঁজে
শেষ প্রহরে শুকতারা ঢলে শরীরের খাঁজে খাঁজে।


শিশির ভেজা সোনালী সকাল বাসর জাগা রাত
স্বপ্ন সিঁড়ি ঘুম ভাঙা চোখ স্বপ্নেই বাজিমাত।।


               ******