রোদ মিছিলে হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত -
জীবনের বালুকাবেলায় সাঁঝবাতির আলো মিটিমিটি জ্বলে
তবুও বাঁচতেই হবে স্বপ্ন সুখের কাব্য লিখে।


মেরুদণ্ড হীনের মত জীবনে গোধূলি নামে অজান্তে
হাঁটুতে মুখ গুঁজে বসে আছে কালো রাত
একফালি উদাসী চাঁদ তবুও তাকায় এই আধমরা মানুষটার দিকে।


জোয়ারের জল নেমে গেছে সময়ের অনেক আগেই
ভাটাতেই খুঁজে মরি নিজের অদেখা ফাগুন কাব্য
ব্যর্থতার গ্লানিতেও অনুভব করি বসন্ত উৎসবের সুগন্ধ।


ফাঁসির মঞ্চের আসামীর মত গলায় পরিয়ে দিয়েছে ফাঁস
ফাঁসুড়ের এক টানেই জীবনের অসম লড়াই শেষ
ইতিহাসের বিবর্ণ পাণ্ডুলিপিতে লেখা থাকে  স্মৃতি সৌধের মরমী বর্ণমালা।


ফাগুন বাতাসের ছোঁয়ায় আবারও বাঁচতে ইচ্ছে করে
সিঁড়ি ভাঙা অঙ্কের মত ধাপে ধাপে উঠতে চাই উপরে
এক ইঞ্চি জমিও ছাড়বো না, বাঁচতেই হবে  লড়াইকে সঙ্গী করে।


                ********


রচনাকাল - ০৩/০৩/২০২১