দুঃখগুলো নিয়েছি জড়িয়ে বুকে
স্বপ্নগুলো ভাঙা আতস কাঁচ  -
মিছিলে হাঁটে নিজের মৃত ছায়া
অবাক চোখে দেখছে রঙিন মাছ।


অলস দুপুর গড়িয়ে পড়ে পায়ে
পুড়ছে শরীর মাটির বুকে শুয়ে
হৃদয় দুয়ারে মারছে উঁকি রোদ
ক্লান্ত শরীর মেরুদণ্ড গেছে নুয়ে।


উড়ছে ধুলো মাঠের থেকে মাঠ
তবুও হাঁটি সকাল থেকে সাঁঝ
জীবন যেন শুকনো মরুভূমি
চোখের জলে মেটাই নিজের কাজ।


সোঁসোঁ শব্দে জাগছে ঝাউয়ের বন
উদাসী চাঁদ জোছনা ছড়ায় রোজ
অমানিশি এলে ডুকরে কাঁদে মানুষ
কারা দেবে আঁধারে দুমুঠো ভোজ!


মানুষের হৃদয় নয়তো মোটেও পাষাণ
দানী মানুষ দেবেই দুমুঠো ভাত
ভালোবাসা দিয়ে ধরবে জড়িয়ে বুকে
দুমুঠো খেয়ে কাটাবে সুখেতে রাত।


               *******


রচনাকাল  - ৩০|০৫|২০২২