চাঁদ তারা ডুবে গেছে  -
অনাগত ভোর এখনও প্রতীক্ষায়
পাখির কলতানে মুখরিত হয়নি পুব আকাশ।


অন্ধকার না কাটলেও মানুষ বেরিয়ে গেছে কাজে
অন্ধকারের সঙ্গে ওদের আত্মিক সম্পর্ক
মেরুদণ্ড সোজা রাখার হাজার চেষ্টা করলেও তা সোজা হয় না।


অন্ধ ভিখারীর মত স্বপ্নহীন জীবন -
তপ্ত দুপুর, চিলেকোঠা দিয়ে উঁকি মারছে ভবিষ্যৎ
চড়া রোদ্দুরটা সহ্য হয়ে গেছে হৃদপিন্ডের মধ্যে।


কৃষ্ণচূড়ার শাখা প্রশাখায় দোল খায় লাল ফুলের দল
রাত নামলে পূর্ণিমা আলোয় ভরে ওঠে চরাচর
তবুও রাত্তিরটুকু শান্তি, ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে অচিরেই।


গঙ্গা ফড়িং লাফিয়ে বেড়ায় ভোর মানুষের পদধ্বনিতে
ঘুমন্ত ঘাসগুলো হঠাৎ জেগে ওঠে নীরব অভিমানে
কিন্তু ঐ সব মানুষের যে অভিমান করা নিষেধ, কার উপর করবে অভিমান!


           *******


রচনাকাল  - ১৯|০৪|২০২২