বিদূষক মন উদাসীন কেন
চেওনা জানতে মোরে
হৃদয় দুয়ারে অচিন পথিক
সুখ এনেছে ধরে।


ওষ্ঠের নদীতে এসেছে জোয়ার
ভালোবাসা রূপকথা
সুখের মিনারে বাজে এসরাজ
ভুলেছে সকল ব্যথা।


বসন্ত বাতাস হৃদয় মাতায়
গোপন কথারা মুখোর
এসেছে মুকুল শাখায় শাখায়
ফুলের শোভাতে বিভোর।


টগর গোলাপ জুঁই চামেলি
খুশির আবেশে দোলে
ধূসর গোধূলি কান্না থামিয়ে
দুঃখ ব্যথা ভোলে।


সুখের খোঁজে ভালোবাসা মন
ভুলে গেছে অভিমান
স্বরলিপি আজ নীরব কেন
রেখোনা কোন ব্যবধান।


       ********


রচনাকাল  - ০৮/০২/২০২১