ষড়াক্ষরা ( ১৬ - ২০ )
********************


     ( ১৬ )


পথেই জীবন
পথেই মরণ
পথ অন্তহীন।


আলোর পথিক
ওগো ভগবান
প্রভু মোরা দীন।


       ( ১৭ )


সবুজ বনানী
হাসবে আবার
মানুষ যে অন্ধ।


তোমার গরিমা
ভুলবো কেমনে
দুয়ার যে বন্ধ ।


    ( ১৮ )


গাছের শরীর
ভয়ে কম্পমান
এলো ঘূর্ণিঝড় ।


হার মানা হার
জীবন খেলায়
শুন্য এই গড়।


     ( ১৯ )


অসৎ মানুষ
ভুলে গেছে সব
বন্ধ কেন দ্বার।


আকাশের নীচে
গড়া এ জীবন
হবে অন্ধকার।


     ( ২০ )


বাড়ছে সময়
লক ডাউনের
সঙ্কট জীবন ।


আর কতদিন
রয়ে যাব ঘরে
সম্মুখে মরণ।


     *****


রচনাকাল  - ১৮|০৫|২০২০