গ্রামের শেষ প্রান্তে দুটি সুবিশাল তেঁতুল গাছ
দুটোতেই ছিল বহুদিনের তক্ষক সাপের বাসা
গোধূলির শেষ আলো নিভতে না নিভতেই
তক্ষক সাপগুলো ডেকে উঠতো তক্ক তক্ক তক্ক ...


ছোটবেলায় আমরা দেখেছিলাম তক্ষক সাপগুলো
মাঝে মাঝে অল্প একটু বেরিয়ে আসতো গর্ত থেকে
সময়ের স্রোতে হারিয়ে গেছে সেই দুটি গাছ -
তক্ষক সাপগুলোও যেন কেমন ভাবে হারিয়ে গেল।


আজ আর কোথাও দেখতে পাই না তক্ষক সাপকে
অকাল বসন্তের মত হারিয়ে যাচ্ছে সব কিছুই ...
সন্ধ্যা হতেই আমরা শুনতে পেতাম তক্ষক সাপের ডাক
ছোটবেলার স্মৃতি বড্ড উঁকি দেয় হৃদয়ের মাঝে।


সব্বাই এখন অতিশয় ব্যস্ত নেট দুনিয়ায় –
ক’জন জানে বা নাম শুনেছে তা হাতে গুনে বলা যায়
ভারী সুন্দর চোখা চোখা গায়ের রঙ ছিল তক্ষক সাপের
স্মৃতির অ্যালবামে আজও উজ্জ্বল শৈশবের তক্ষক সাপ।।


       *********