সকাল সন্ধ্যা চায়ের টেবিলে
উঠছে শুধুই ধোঁয়া
আড্ডা খানা জমাট হবে
থাকলে চপের ঠোঙা।

চা বিস্কুটে ভরে না মন
টা একটু চাই
বর্ষা দিনে গরম ভাজার
তুলনা না যে নাই।

শ্রাবণ ধারায় ভাসছে সবই
আড্ডার সাথে তাস
গরম চায়ে দাও না চুমুক
চলবে বারো মাস।

টি টাইম বলে হয় না কিছুই
গ্রীষ্ম বর্ষা শীত
চায়ের তেষ্টা পেলেই খাও
গাও হরিনাম গীত।

ধনী গরীব সবাই মিলে
এক টেবিলে বসে
চা তো একটু খাওয়াই যায়
কী বলেন দাদা, হেসে!

       ******

রচনাকাল -
১লা আগস্ট ২০২৪