থাপ্পড়টা বেশ জোরেই মেরেছে প্রকৃতি
মানুষের অহংকারে জোরালো থাপ্পড়
দিনে দিনে চুপসে যাচ্ছে অহংকার
কাউকে যেন ভয়ই পেত না মানুষ।


মারণ রোগ ক্রমশ গিলে ফেলছে সব্বাইকে
বাতাসে ছুটে বেড়াচ্ছে ভাইরাসের বিষ
মুক্তির পথ কোথায় কেউ জানে না
সব্বাই দিশেহারা, বাঁচার পথ খুঁজছে।


প্রজাপতির রঙিন ডাঙায় লেগেছে বিষের দাগ
ভয়ে মানুষ স্পর্শ করছে না ফুল পাখি প্রজাপতি ...
যদি ওদের শরীরে ভাইরাসের বিষ থাকে
মানুষ যদি থাপ্পড় মারতো কেউ কাউকে ছেড়ে দিত?


আকাশের রামধনু রঙে লেগেছে গ্রহণের ছায়া
মানুষ যেন হাসতেও ভুলে গেছে –
ঈশ্বরকে ডাকছে ধনী গরীব ভিখারি সব্বাই
ভোরের আলোর মত সব মানুষই বাঁচতে চায়।


      ******


রচনাকাল - ০৯/০৭/২০২০