এক জানালায় আকাশ দেখা
বদ্ধ ঘরে জীবন
এক জানালায় হৃদয় খুলে
সুখের স্মৃতি চারণ।


চারটি ছেলে মনি মুক্তো
গর্বে ভরে বুক
শৈশব দিন সোনালী অতীত
মায়ের অসীম সুখ।


শঙ্খ চিলের ডানায় লেখা
বড় এক অভিশাপ
বৃদ্ধাশ্রমের জানালায় দাঁড়িয়ে
ভাবে মা এ কোন পাপ!


নেই তো সময় চারটি ছেলের
সবাই ভীষণ ব্যস্ত
মাকে নেবার ভয়ে যেন
সবাই কেমন সস্ত্র।


কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার
কেউ বা আবার উকিল
বড় করে মানুষ হয়ে
এমনি শিক্ষা দাখিল!


চোখের তারায় আঁধার আকাশ
সুখের স্মৃতি চারণ
সবাই ওরা ভাল থাকুক
আমার হয় না মরণ!


    ****