নষ্ট হয়েছে কয়েক বছর
তবুও পাই নি ভয়
নিকড়ে নিয়েছো শরীরের রক্ত
তবুও করবো জয়।


শিকড় ধরে মেরেছো টান
তবুও ধরে নি চিড়
বেঁচে থাকার মন্ত্র শিখেছি
হারিয়ে গেছে নীড়।


আলোর মিছিলে হাঁটতে চেয়েছি
আঁধারে ডুবেছে পথ
তবুও জীবন রেখেছি বাজি
দাঁড়িয়ে সোনার রথ!


থমকে গেছে চাঁদের আলো
তবুও চেয়েছি চাঁদ
জোছনার খোঁজে জেগেছি রাত
দেখেছি কঠিন ফাঁদ।


দুমুঠো অন্নে দিয়েছি ভাগ
অনিদ্রায় কেটেছে রাত
তবুও বাঁচবো বাঁচার জন্যে
জোটাবো দুমুঠো ভাত।


        ******


১৯ নভেম্বর ২০২২