চোখে নামছে ঘুমের মায়াবী আবেশ
তপ্ত বৈশাখী দিনগুলো ধীরে ধীরে পেরিয়ে এলাম
এবার হয়তো দেখা মিলতে পারে বৃষ্টির শোভা।


নীল আকাশ জুড়ে ছেঁড়া ছেঁড়া মেঘের আনাগোনা
বিকেলের দিকে ঈশান কোণে মেঘের জল্পনা
কিন্তু তবুও হাওয়ার সাথে উবে যাচ্ছে মেঘ।


চোখের আঙিনায় শব্দহীন নীরব অভিমান
রিমঝিম বৃষ্টি ধ্বনির কলতানে হৃদয় কবে হবে মুখর
তবুও দুচোখে ঘুম নামে নানা অছিলায় ...


সবুজ ঘাসে তীব্র রোদ্দুরের পোড়া হলুদ গন্ধ
জ্বলে পুড়ে যায় কৃষ্ণচূড়ার অপরূপ রঙ -
বৃষ্টির প্রতীক্ষায় তৃষ্ণার্ত কাকের কর্কশ শব্দ।


প্রজাপতি মনে জমে ওঠে ভালোবাসার গান
গোধূলির শেষ আলোকবিন্দু মিলিয়ে যাচ্ছে দিগন্তে
ক্লান্তিতে ঘুম নামছে দু'চোখ জুড়ে বৃষ্টি নামুক বা নাই নামুক!


      ********