তৃতীয়ার বাঁকা চাঁদের উজ্জ্বলতা অনেকটাই  কম
বাঁশ বাগানের মাথায় ওঠার আগেই তার আয়ু শেষ
মলিন আলো ধীরে ধীরে মিলিয়ে যায় আকাশের বুকে।


তবুও ঐ চাঁদ দেখার প্রতীক্ষায় বসে থাকে মানুষ
নদীর বালুচরে বসে থাকে প্রেমিক প্রেমিকা -
নদীর জল পা দুটি স্পর্শ করতে না করতেই হয়ে যায় আঁধার।


ভাটিয়ালী সুরে ভসে চলে ডিঙি নদীর বুকে
দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি
মন্দিরে বাজছে কাঁসর ঘণ্টার অপূর্ব আওয়াজ  ...


জোয়ারের টানে জলের ছলাৎ ছলাৎ শব্দ ক্রমশ বাড়তে থাকে
সোঁ সোঁ শব্দে জেগে উঠছে ঝাউবনের অরণ্য
অনন্ত জলরাশির মধ্যে যেন শুরু মিলনের উৎসব।


যখন পূর্ণিমা আসে জোয়ারের জলে সে এক অপরূপ দৃশ্য
বালুচর জুড়ে মায়াবী আলোর ভেলকি দেখা যায়
নদীর গর্জন ছুঁয়ে হৃদয়ের একেবারে অন্তিম স্থলে।


      *******


রচনাকাল – ২৪/০৯/২০২০