একটা আলোর রেখা ক্রমশ ভেসে উঠছে আকাশের বুকে
অপূর্ব শোভা জীবন্ত ক্যানভাসের মত লাগছে ...
ক্ষুধার্ত কৃষক মায়াময় আকাশের দিকে অপলক তাকিয়ে!


বিন্দু বিন্দু আলোকরশ্মি ছড়িয়ে পড়ছে সারা ভুবনে
হৃদয়ের শাখা প্রশাখায় হঠাৎ বিদ্যুৎ চমক খেলে যায়
মাঠের কাজ ফেলে খিদে ভুলে বিস্মিত হতবাক সব্বাই!


নিরন্ন মানুষ খুঁজে বেড়ায় পান্তা ভাতের গন্ধ ...
তবুও এক লহমায় ভুলে যায় সমস্ত দুঃখের ইতিহাস
গাছ গাছালির উপর ছড়িয়ে পড়ছে অপরূপ আলোর জ্যোতি!


ঘর ছেড়ে মানুষ বেরিয়ে পড়েছে পথে প্রান্তরে -
হৃদয়ের মণিকোঠায় তৃপ্তি ভরে উপলব্ধি করছে এক ঐশ্বরিক ক্ষমতা
মনে হয় রূপকথার সরণি বেয়ে নেমে আসছে সুখের রথ!


আমজনতা ভাষা হারিয়ে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে -
তারপর হঠাৎ ধীরে ধীরে সমস্ত পৃথিবী অন্ধকারে ডুবে যাচ্ছে
তৃতীয় নয়ন স্বার্থক হল এই বিশ্বাস নিয়ে মানুষ আজীবন বেঁচে থাকবে!


           ********