খাল কিংবা পুকুরের জল তলানিতে এসে ঠেকেছে
পিপাসায় মরে ক্লান্ত পথিক পথের বাঁকে
গালের কোণায় লেগে আছে একমুঠো পোড়া রক্ত।


খোলা আকাশের নীচে পুড়ছে অসহায় মানুষের দল
আর্ত চিৎকার কারুর কানে পৌঁছায় না  -
পাখির ডানাতে কতটুকু ছায়া পাবে এই পৃথিবী।


ভোরের আলোয় মরা স্বপ্নের হাতছানি
ঝড় উঠবে বলে বসে বিকেলে শুকিয়ে যাওয়া প্রকৃতি
বৈশাখী ঝড় পথ হারিয়ে ফেলেছে বিপন্ন সময়ের কাছে।


সাগরের লোনা জলে তৃষ্ণা মেটে না -
তৃষ্ণার্ত প্রকৃতির পিপাসা মেটাবে কোন সাগরের জল
লকলক করছে নগ্ন সভ্যতার লালসার আগুন।


ফসিল মানুষ ভুলে গেছে অন্ধ সুখের লোভে প্রকৃতি ধ্বংসের পরিনাম
পুড়ে যাচ্ছে মানুষের শৈশব যৌবন বার্ধক্য ...
তৃষ্ণার্ত মানুষ কোথায় পাবে মুক্ত বাতাস মাটি জল!


              *******


রচনাকাল - ২৫|০৪|২০২১