বেদনার বালুচরে ক্ষত বিক্ষত নারী
সমাজের অবক্ষয় পরতে পরতে
সভ্যতার শিকলে বাঁধা মনুষ্যত্ব
মিটিং মিছিল শ্লোগান মশাল
রক্তাক্ত তিলোত্তমার শরীর
স্বাধীন দেশ তবুও কেন
বিবর্ণ মুখের মিছিল
সভ্য মানুষ বর্বর
মুখোশে আঁটা মুখ
কা-পুরুষ দল
ন্যায় বিচার
প্র হ স ন
লিখবে
ভেবো
না।
******
রচনাকাল -
১৯শে আগস্ট ২০২৪